ভবিষ্যৎ পরিকল্পনাঃ
১। চলমান কোর্সসমূহের মান আর্ন্তজার্তিক পর্যায়ে উন্নীত করণ এবং আর্ন্তজার্তিক স্বীকৃতি অর্জন করা।
২। পরিবর্তীত প্রযুক্তির সাথে সংগতি রেখে নতুন কোর্স চালু।
৩। ই-লার্নিং প্রশিক্ষণ চালু ও বাস্তবায়ন।
৪। সকল শিক্ষক, কর্মচারীকে ইনহাউজ এবং আইটি প্রশিক্ষণ প্রদান।
৫। অবশিষ্ট কোর্সে RTO হিসেবে BTEB এর স্বীকৃতি অর্জন।
৬। CBT প্রশিক্ষণ চালু, CBLM তৈরি এবং সনদায়ন।
৭। ইলেকট্রনিক মেসিনে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে শিক্ষার্থীদের হাজিরা পদ্ধতি চালু।
৮। Quality Assurance System Develop।
৯। দক্ষতার মান বৃদ্ধি কল্পে প্রজেক্ট বেজড ট্রেনিং ব্যবস্থা চালু করা।
১০। প্রশিক্ষণের মান উন্নয়নের জন্য মনিটরিং ও এ্যাসেসমেন্ট প্রক্রিয়াকে শক্তিশালী করা।
১১। পরীক্ষায় পাশের হার ৯০% উন্নীত করা।
১২। প্রতিটি ক্লাশ রুম মাল্টিমিডিয়া প্রজেক্টর/ স্মার্ট টিভির আওতায় আনয়ন।
১৩। উদ্যোগতা তৈরির জন্য ইন্ডাস্ট্রি লিংকেজ তৈরি করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস